রাছুলুল্লাহ (সাঃ) বলেছেন: “ইহ্ফাজিল্লাহা ইয়াহ্ফাজুকা” অর্থাৎ “আল্লাহর দ্বীনের হেফাজত কর, আল্লাহ তোমাকে হেফাজত করবেন” (মুসনাদে আহমদ, তিরমিযী, আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত সহীহ হাদীস)। আল্লাহর দ্বীন তথা দ্বীন ইসলামের হেফাজতের দায়িত্ব প্রত্যেক মুসলমানের। এক্ষেত্রে হকপন্থী আলেম-ওলামা ও ইসলামী সংগঠনের অগ্রগামী ও নেতৃত্বশীল ভূমিকা পালন করা উচিত। যদি মুসলমান এই দায়িত্ব পালন না করে তাহলে তারা আল্লাহ’র হেফাজত থেকে বঞ্চিত হবে। ফলে মুসলমান সমাজে পাপাচারের বিস্তৃতি, অপরাধী শক্তির প্রাধাণ্য, অন্য জাতির আধিপত্য প্রতিষ্ঠা - পরাধীনতা, নির্যাতন ইত্যাদি ভয়াবহ আযাব-গযবের আবির্ভাব ঘটবে।
এবিষয়ে এখানে একটি ভিডিও দেয়া হল - দেখুন ও শেয়ার করুন প্লীজ। মহান আল্লাহ এই ভিডিও-এর টকশোর মোঃ গোলাম মাওলা রণি ও মাহী বি. চৌধুরীসহ আমাদের সবাইকে দ্বীন ইসলামের সহি হেদায়াত দান করুন এবং দ্বীন ইসলামের হেফাজতের ও কায়েমের সংগ্রামে মজবুতভাবে এগিয়ে যাওয়ার তৌফিক করুন, আমীন।
(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)
No comments:
Post a Comment