সাঈয়েদ কুতুব শহীদের একটি অসাধারণ গান বাংলাা অনুবাদসহ দেয়া হলো:
Bangla Lyrics::
শত বাঁধার আড়ালে তুই স্বাধীন ওরে ভাই আল্লা’কে যদি রাখতে পারো শক্ত হাতে ধরে। অন্তরীনে থেকেও রে তুই মুক্ত স্বাধীন, ভাই, ক্রীতদাসের কুট মন্ত্রণা কীইবা করতে পারে? হৃদয় তোমার দাও খুলে দাও তারই উন্মেসের আঁধার রাতের সেনা সামন্ত ধ্বংশ হবেই ভাই, এই ধরা তে নতুন প্রভাত উদয় হবেই ফের দেখবে সে ভোর চোখ মেলে দে’ পূর্বে তাকাবেই। নেকড়ে দলের আবাস কিন্তু চিরস্থায়ী নয়। তোমার গায়ে হীন জোয়ানে তীর ছুড়েছে ভাই গাদ্দারেরই অথর্ব হাত উঠেছে তোমার গায় দুহাত, ও ভাই, রক্ত রাঙা ঝরছে অঝরে ভাংবে ও হাত ‘সবরে জামিল’ তোমার থাকা চাই কাঁধের সংগীন কি তবে ছুড়েই ফেলেছো? শক্ত বাঁধন, হাত দুখানা নিথর তাই কিরে? মনে রাখিস এ কুরবানী আকাশ পানে ধায় এই রক্তে তোর চিরস্থায়ী জীবন সুনিশ্চয়। ভাই, তুমি কি সংগ্রামে আজ শ্রান্ত, নিশ্চল? কে মুছিবে মজলুমের ঝরা চোখের জল কে উড়াবে দ্বীনের এই পতাকা, ভেবেছো?
শত বাঁধার আড়ালে তুই স্বাধীন ওরে ভাই আল্লা’কে যদি রাখতে পারো শক্ত হাতে ধরে। অন্তরীনে থেকেও রে তুই মুক্ত স্বাধীন, ভাই, ক্রীতদাসের কুট মন্ত্রণা কীইবা করতে পারে? হৃদয় তোমার দাও খুলে দাও তারই উন্মেসের আঁধার রাতের সেনা সামন্ত ধ্বংশ হবেই ভাই, এই ধরা তে নতুন প্রভাত উদয় হবেই ফের দেখবে সে ভোর চোখ মেলে দে’ পূর্বে তাকাবেই। নেকড়ে দলের আবাস কিন্তু চিরস্থায়ী নয়। তোমার গায়ে হীন জোয়ানে তীর ছুড়েছে ভাই গাদ্দারেরই অথর্ব হাত উঠেছে তোমার গায় দুহাত, ও ভাই, রক্ত রাঙা ঝরছে অঝরে ভাংবে ও হাত ‘সবরে জামিল’ তোমার থাকা চাই কাঁধের সংগীন কি তবে ছুড়েই ফেলেছো? শক্ত বাঁধন, হাত দুখানা নিথর তাই কিরে? মনে রাখিস এ কুরবানী আকাশ পানে ধায় এই রক্তে তোর চিরস্থায়ী জীবন সুনিশ্চয়। ভাই, তুমি কি সংগ্রামে আজ শ্রান্ত, নিশ্চল? কে মুছিবে মজলুমের ঝরা চোখের জল কে উড়াবে দ্বীনের এই পতাকা, ভেবেছো?
See this video:
No comments:
Post a Comment