#লক্ষ্য_উদ্দেশ্য:
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সাঃ) প্রদর্শিত বিদান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধারণ করে আল্লাহর সন্তোষ অর্জন|
☆১ম-দফা------দাওয়াত:
"তরুন ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের
দায়িত্বানুভূতি জাগ্রত করা|"
☆২য়-দফা------সংগঠন:
"যেসব ছাত্র ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদের কে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা|"
☆৩য়-দফা------প্রশিক্ষণ:
"এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবান রূপ গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা|"
☆৪র্থ-দফা------ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান: "আদর্শ নাগরিক তৈরির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধরণে দাবিতে সংগ্রাম এবং ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান|"
No comments:
Post a Comment