আফগানিস্তানে কি তালেবান প্রধান জাতীয় সমঝোতা সরকার? Government of National Consensus w

-  Md Rifat Chowdhury


 

এই চারটি ছবিই বলে দিচ্ছে আগামি আফগান সরকারের ফরমেটটা কেমন হতে যাচ্ছে.....???

প্রথম ছবিতে হেজবে ইসলামের আমির গুলবদ্দিন হেকমতিয়ারের ইমামতিতে নামাজ পরছেন তালেবান নেতৃবৃন্দ।
দ্বিতীয় ছবিতে তালেবান নেতার ইমামতিতে পেছনে নামাজ পরছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
তৃতিয় ছবিতে তালেবান নেতৃত্ব, হামিদ কারজাই ও জমিয়তের আব্দুল্লাহ আব্দুল্লার বৈঠক।
এছাড়াও এই জাতিয় সমঝোতা সরকার গঠনে ভূমিকা রাখছেন আশরাফ ঘানি সরকারের সাবেক প্রধান নির্বাহি ও জমিয়তে ইসলামির মিলিটারি উইং ও পরে নর্দান এলায়েন্স জোটের প্রধান শহিদ আহমদ শাহ মাসুদের প্রধান উপদেষ্টা ড. আব্দুল্লাহ আব্দুল্লা।
এছাড়াও এখন পাকিস্তান সরকারের আমন্ত্রনে পাকিস্তানে অবস্থান করছেন শহিদ বোরহান উদ্দিন রাব্বানির ছেলে বর্তমান জমিয়তে ইসলামির আমির সালাহউদ্দিন রাব্বানি ।।।
অবশ্যই সরকারটির চরিত্র হবে তালেবান প্রধান ও তালেবান নেতৃত্বাধিন, তবে আফগান রাজনৈতিক দলগুলো ও সব জাতিগোষ্ঠির প্রতিনিধিত্বশীল। পুরো প্রক্রিয়াটির পেছনে পাকিস্তান সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে......।।।






No comments:

Post a Comment

Popular Posts