Monday, January 30, 2017

অত্যন্ত কঠিন সতর্কবার্তার হাদিসগুলোর একটি - গোপন পাপ বিষয়ে

অত্যন্ত কঠিন  সতর্কবার্তার হাদিসগুলোর একটি নিচে দেয়া হলো।  মনোযোগ দিয়ে পড়ুন:

রসূলুল্লাহ (সা.) বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, "হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।"

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।
কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।'
[ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]  

আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি, লজ্জাস্থানের খেয়ানত করি, মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হই - এই হাদিস আমাদের জন্য মহাসতর্কবার্তা। হে আল্লাহ আমাদেরকে গোপন গুনাহ থেকে রক্ষা করুন। আমিন৷

ফেইসবুক পোস্ট থেকে: 

গোপন গুনাহ কতটা ভয়াবহ |  POWERFUL REMINDER:


Friday, January 27, 2017

শিবির সভাপতি ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদের বিশ্বব্যাপী মানবসেবায় নেতৃত্ব প্রদান

ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ চট্টগাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদের কৃতি সন্তান।   তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।   তিনি দীর্ঘ বহু বছর যাবৎ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী সেবা সংস্থায় কর্মরত আছেন।   তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা মুসলিম এইডের বহু দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন । ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি এই সংস্থার বৈদেশিক কর্মসূচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি ফেইথ রিজেনের কমিউনিটি ও আন্তর্জাতিক কর্মসূচির প্রধান হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। তিনি চার বছর  মুসলিম এইডের সহকারী প্রধান নির্বাহী ছিলেন। সাহায্য সংস্থা ও কমিউনিটি উন্নয়ন কর্মসূচিতে তার ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি মুসলিম এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিয়োগ পান।  তার প্রতিক্রিয়ায় হামিদ হোসাইন আজাদ বলেছিলেন:  ‘এই চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব নিতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আল্লাহর শুকরিয়া আদায় ও সাহায্য কামনা করছি। আমি মুসলিম এইডকে ভালোবাসি এবং এর ল্ক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সবসময়ই উৎসাহী। এই মহান সংগঠনের উন্নয়নে এবং মানবতার সেবায় আমি নিরলসভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ।’

উল্লেখ্য, দুর্যোগ-আক্রান্ত দেশ ও দরিদ্র মানুষের সেবার জন্য ১৯৮৫ সালে যুক্তরাজ্যে মুসলিম এইড প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংস্থাটি বিশ্বের ৭০টি দেশে তার সেবার পরিধি বিস্তৃত করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকেই সাহায্য করে থাকে মুসলিম এইড। এর ওয়েবসাইট এড্রেস: www.muslimaid.org 

মুসলিম দীর্ঘদিন দায়িত্বপালন শেষে ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ যোগদান করেছেন যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা “মুনতাদা এইড” এ। আর নিয়োগ পান এর প্রধান নির্বাহী (CEO) হিসেবে। উল্লেখ্য যে “মুনতাদা এইড” দুনিয়াব্যাপী ১৮টি দেশে ২৪ টি সহযোগী সংস্থার মাধ্যমে তাদের স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রম চালিয়ে আসছে। যুদ্ধবিধ্বস্ত ও দূর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যখাত, বিশুদ্ধ পানি ও শিক্ষাখাতসহ আর্তমানবতার সেবায় সাহায্যের বাড়িয়ে দেয়াসহ আরো বিভিন্ন সহযোগিতামূলক  কাজ  এ সংস্থাটি  করে থাকে। এর ওয়েবসাইট এড্রেস: www.muntadaaid.org । 
Facebook address: www.facebook.com/hamidh.azad

See these video: 

Friday, January 20, 2017

ও, আই, সি, গঠন ও জামায়াতে ইসলামীর অবদান


ও. আই. সি. গঠনের ক্ষেত্রে ও জামায়াতে ইসলামী তথা জামায়াত নেতাদের অবদান রয়েছে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাতা যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রহ:) মক্কা মুকার্রামায় ১৯৬২ সালে অনুষ্ঠিত বিশ্ব ইসলামী সম্মেলনে যোগদান করেন এবং ইসলামী বিশ্বের সাথে সংযোগ সম্পর্ক স্থাপনকারী রাবেতায়ে আলমে ইসলামী নামক সংস্থার প্রতিষ্ঠায় আল্লামা মওদূদীর অবদান অনস্বীকার্য। তিনি একান্ত ভাবে কামনা করতেন যে, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ইসলামের ভিত্তিতে একটি কমনওয়েলথ গঠিত হোক। এ ম্পর্কে তিনি বার বার সওদী আরবের বাদশাহ শাহ  ফয়সালকে অনুরোধ জানান। অবশেষে ষাটের দশকের শেষাংশে মরক্কোতে অনুষ্ঠিত মুসলিম রাষ্ট্রগুলোর শীর্ষ সম্মেলনে ইসলামী সেক্রেটারীয়েট সংস্থা গঠন করা হয়।  ১৯৬৯ সালে অনুষ্ঠিত এ সম্মেলনে সকল সরকারী প্রতিনিধিদলের মধ্যে ব্যতিক্রম একমাত্র বেসরকারী ব্যক্তিত্ব হিসাবে আল্লামা সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (রহঃ) উপস্থিত ছিলেন। কারণ তারই নিরবিচ্ছিন্ন সাধানার ফলশ্রুতিতে মুসলিম রাষ্ট্রগুলোর এই ঐক্য সংস্থা বাস্তবরূপ লাভ করে। তিনি ওআইসির সামনে কতগুলো অতি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন। তার মধ্যে অন্যতম মুসলমানদের একটি নিজস্ব সংবাদ সরবরাহ সংস্থা এবং একটি সম্মিলিত অস্ত্র নির্মাণ কারখানা প্রতিষ্ঠা। আল্লামা মওদূদীর ক্রমাগত অসুস্থাতার কারণে এসব বিষয়ে তিনি চাপ সৃষ্টি করতে পারেননি এবং বিশেষ করে শাহ ফয়সালের শাহাদাতের পর ঐ সব প্রস্থাব ও পরামর্শগুলো কার্যকর করতে পারেননি। আল্লামা মওদূদী এবং বাদশাহ ফায়সালের মত ব্যক্তিত্বের অভাবে ওআইসির সত্যিকার রূপ প্রকট হয়নি। তথাপি এই ওআইসি মুসলমানদের মধ্যে ইসলামী ঐক্যচেতনাকে জাগ্রত রেখেছে এবং কিছু না কিছু পরিমাণে কাজ ও হচ্ছে। ওআইসি গঠনে জামায়াতে ইসলামীর অবদান অবশ্যই আবিস্মরণীয় ঘটনা। 

Thursday, January 19, 2017

ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা ও আন্তর্জাতিকভাবে এর বিস্তার এবং জামায়াতে ইসলামী


সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রহ:) সহ আরো কয়েকজন ইসলামী চিন্তাবিদদের চিন্তাধারা সমন্বয়ে গঠিত ইসলামী ব্যাংকের পরিকল্পনা ও, আই, সি(ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স) এ গৃতীত হয়। ১৯৭৪ সালে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি সদস্যভুক্ত মুসলিম রাষ্ট্রসমূহের পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে মুসলিম রাষ্ট্র সমূহের সক্রিয় সহযোগিতায় ইসলামী উন্নয়ন ব্যাংক (এল,ডি,বি) নামের একটি আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৫ সালের জেদ্দাকে কেন্দ্র করে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করে সর্বপ্রথম ইসলমী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এর পূর্বেই সোশ্যাল ব্যাংক নামে মিশরে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এরপর মুসলিম বিশ্বে ব্যাপকভাবে ইসলামী ব্যাাংক প্রতিষ্ঠিত হতে থাকে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, কুয়েত, সওদী আরব প্রভৃতি দেশে বেশ কয়েকটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসে। বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে জামায়াতে ইসলামী অগ্রনী ভূমিকা পালন করে। 
                                                        See this video:
(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)

Wednesday, January 18, 2017

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তুরস্কের প্রখ্যাত আলেম নুরুদ্দিন ইলদিজের লেখা একটি চিঠি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তুরস্কের প্রখ্যাত আলেম, বহু গ্রন্থ প্রণেতা নুরুদ্দিন ইলদিজের লেখা একটি চিঠি: 
এই মহাবিশ্বের মালিক, মহা শক্তিধর মহান আল্লাহ তালার সালাম বর্ষিত হোক তোমাদের উপর, হে এশিয়ার বীর সেনানীগণ।তোমাদের অন্তর আজ হযরত (রা) হামযা (রা) , হযরত সুমাইয়া (রা) , হযরত ইয়াসসির (রা) , মিহরাবে শহীদ হওয়া হযরত উমার (রা)এর ঈমানের মত ঈমানে পরিপূর্ণ হয়েছে সালাম তোমাদের সেই প্রশান্ত আত্মার প্রতি।
আজ তোমরা, উহুদের সাহসী সেই যোদ্ধাদের প্রতিনিধি, আজ যারা তোমাদেরকে নির্মূল করতে চায় তারা জানে না যে তোমাদের এই রক্ত তোমাদের উত্তরসূরিদেরকে জাগিয়ে রাখবে যুগের পর যুগ , শতাব্দীর পর শতাব্দী। তারা মৃত্যুবরণ করবে, তাদের নিশানা মুছে যাবে, তাদের নাম মানব ইতিহাসে খুজেও পাওয়া যাবে না কিন্তু পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মানবতা তোমাদেরকে স্মরণ করবে, তোমাদের এই ঢেলে দেওয়া রক্ত দিয়ে লিখব নতুুরিদেরকে, ভাঙ্গা কেল্লায় উঠবে ইসলামের বিজয় পতাকা, তোমাদের দেখে আসবে আর লাখো মুজাহিদ। তোমারা মানুষের অন্তরে, ফেরেশতাদের দলিলে বেঁচে থাকবে অনন্তকাল। ওরা কিয়ামাতের দিন নিকৃষ্ট হয়ে উঠবে আর তোমরা শহীদ হিসাবে বীরের বেশে কিয়ামতের দিন জেগে উঠবে।

হে এই সময়ের হামযাগন;
আব্দুল কাদের মোল্লা
মুহাম্মাদ কামারুযযামান
আলী আহসান মুজাহিদ
গোলাম আযম
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
মৌলানা মতিউর রহমান নিজামী .................
আপনারা মৃত্যুকে হত্যা করেছেন। এই উম্মত আপনাদেরকে কক্ষনো ভুলে যাবে না। আল্লাহ তায়ালা আপনাদের শাহাদাতকে কবুল করুন। পরবর্তী বংশধরদের মাঝে আপনাদের মর্যাদা বুলন্দ করুন।
আমরা শারীরিকভাবে হয়ত আপনাদের পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু আমরা আপনাদেরকে ভালবাসি, অন্তর থেকে মহব্বত করি, আমরা আপাদেরকে দেখে ঈর্ষান্বিত হই। আমরা আপনাদেরকে আল্লাহ তালার কাছে সঁপে দিলাম। আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তায়ালা আপনাদেরকে যেন হামযা (রা) এর সাথে রাখেন সকল শহীদদেরকে এক সাথে রাখেন।

আল্লাহ আপনাদের পথ খুলে দিন। আল্লাহ আপনাদের মর্যাদাকে আকাশের সমান বুলন্দ করুন। ফেরেশতাদের মত ডানা মেলে ঘুরে বেড়াও আরশে আযীমে। আমাদেরকেও সাথে রাখতে ভুলবেন না, আমাদেরকেও নিয়ে যান আপনাদের কাছে ।
তোমাদের উপর সালাম হে এশিয়ার বীর সেনানীরা।
হে উম্মতের সেনাপতিগণ, অগ্রগামী বীর সেনানীরা সালাম তোমাদের উপর সালাম।

Popular Posts